করোনা : ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিষেধাজ্ঞা

NewsDetails_01

চিকিৎসকের পরামর্শ ব্যতীত করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

আজ সোমবার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

NewsDetails_03

সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য ৩ লাখ ট্যাবলেট সরবরাহ করেছে ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এক লাখ ট্যাবলেট দিয়ে ২০ হাজার আক্রান্তের চিকিৎসা দেয়া যাবে।

মেজর জেনারেল মাহবুবুর রহমান আরও জানান, তৈরি করা ওষুধ দুটির নাম হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিন। এই ওষুধ দুটি ম্যালেরিয়ার চিকিৎসায় সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। ডেল্টা ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি অন্যান্য ওষুধ কোম্পানিগুলোও ওষুধ সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন