কাপ্তাইয়ে খামার হতে ৭টি কালিম পাখি উদ্ধার

NewsDetails_01

রাঙ্গামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ এলাকা হতে গোপন সংবাদে ভিত্তিতে ৭টি কালিম পাখি উদ্ধার করেছে বন বিভাগ।

আজ শুক্রবার বেলা ১ টায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশক্রমে কর্ণফুলী সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন, জেটিঘাট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন ও কাপ্তাই পাল্পউড বন বিভাগের বনকর্মী মো.হাসান এই অভিযান পরিচালনা করে কাপ্তাই পিডিবির একজন খামারির বাসা হতে পাখিগুলো উদ্ধার করে।

NewsDetails_03

বন বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইন্সপেক্টর অসিম মল্লিক ও আব্দুল আল সাদিক মুঠোফোনে পাখি লালন-পালনের বিষয়টি তাদেরকে জানালে কর্ণফুলী রেঞ্জের সহযোগিতায় আমরা ৩টি কালিম পাখি ও ৪টি ছানা উদ্ধার করি।

এইসময় পাখি লালন-পালনকারি ঐ ব্যক্তি জানান, আমি জানতামনা এ পাখি পালা ও ধরা আইনগত অপরাধ। তাহলে আর পালন করতামনা। পরে তিনি মুছলেকা দেয় বন বিভাগের নিকট। উদ্বারকৃত পাখিগুলো বিকেল সাড়ে তিনটায় রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুম কবিরের নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন