কাল বাইশারী যাচ্ছেন বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ১ দিনের সফরে কাল শুক্রবার (১৫ নভেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে যাচ্ছেন।
কাল সকাল ৯টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পৌঁছবেন তিনি।

মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বীর বাহাদুরের সফরের কর্মসূচীতে সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ির ঈদগড়-বাইশারী রাস্তা কার্পেটিং দ্বারা প্রশস্তকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ১০টায় বাইশারী বাজার থেকে দৌছড়ি বাজার লংগুদুর মূখে ৩৩কি:মি: আর,সি,সি গার্ডার ব্রিজ এবং উন্নয়ন কাজ উদ্বোধন।

NewsDetails_03

সাড়ে ১০টায় বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদরাসার ভবন নির্ম্মাণ ভিত্তিপ্রস্তর,১১টায় বাইশারী বাজার হইতে চাক পাড়া যাওয়ার পথে রাজঘাটার ফাঁড়ি খালের উপর আর,সি,সি গার্ডার ব্রিজ উদ্বোধন, সাড়ে ১১টায় বাইশারী কলেজ একাডেমিক ভবন,উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ও উচ্চ বিদ্যালয়ের ভবনের সম্প্রসারণকরণ।

আরো জানা গেছে, বিকেল ৩টায় বান্দরবান উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আরও পড়ুন