খাগড়াছড়িতে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

NewsDetails_01

খাগড়াছড়িতে গৃহবধূ শিরিনা আক্তারকে হত্যার দায়ে স্বামী মো. নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

দণ্ড বিধি ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হওয়ায় আসামী মো. নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত গৃহবধূর পরিবার।

NewsDetails_03

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মো. আরিফ জানান, আসামীর জবানবন্দী ও পুলিশের তদন্তে কোথাও হত্যার বিষয়টি প্রমাণ হয়নি। রায়ে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপীল করার কথা বলেন তিনি।

স্বামীর পরকিয়ায় বাধা দেয়ায় ২০১৮ সালের ৪ অক্টোবর রাতে খাগড়াছড়ি সদরের শালবন এলাকার নিজ বাড়িতে গৃহবধূ শিরিনা আক্তাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়া হয়। ওইদিন রাতেই পুলিশ আসামী মো. নিজাম উদ্দিনকে আটক করে।

আরও পড়ুন