খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড় কেটে মাটির বিক্রীর দায়ে মো. মাঈন উদ্দিন নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (১৯ফেব্রুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

NewsDetails_03

জানা গেছে, মাটিরাঙ্গার তবলছড়ি এলাকায় স্কেভেটর দিয়ে পাহাড় কেটে বিভিন্ন স্থানে মাটি বিক্রী করছিল মো. মাঈন উদ্দিন নামে এক ব্যক্তি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে অবৈধ ভাবে পাহাড় কাটার সত্যতা পাওয়া অভিযুক্ত ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ জানান, অবৈধ ভাবে পাহাড় কেটে মাটি সরিয়ে নেয়ার দায়ে মো. মাঈন উদ্দিন নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর ১ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন