খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

NewsDetails_01

26-09-2016_khagrachari-human-chain-news-pic খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমাকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা । জুয়েল চাকমা একই সাথে জেলা ক্রীড়া সংস্থার সাধারন-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন । ।সোমবার সকাল ১১টার দিকে জেলার শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত রবিবার (২৫ সেপ্টেম্বর) ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক সেরা সাঁতারু বাছাই অনুষ্ঠানে তুচ্ছ বিষয় নিয়ে নৌবাহিনীর কর্মকর্তা লে: কর্ণেল এস এম মাসুদুর রহমান ও পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধারন সম্পাদক জুয়েল চাকমা‘র মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে এস এম মাসুদুর রহমান জুয়েল চাকমার উপর চড়াও হয়ে কিল-থাপ্পর দেন ।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উপদেষ্ঠা সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য্য’র সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, শতরূপা চাকমা, খাগড়াছড়ি জঙ্গী-সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধ কমিটির সদস্য-সচিব মো: শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: নুরুল আযম, সাংবাদিক মো: আবু দাউদ ও খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা নৌ-বাহিনীর কমান্ডার লে. কর্ণেল এস এম মাহমুদুরর রহমান সি,পিএসসি কর্তৃক জুয়েল চাকমাকে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা জানান । এছাড়াও নৌ-বাহিনীর কমান্ডার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

আরও পড়ুন