চিৎমরমে ঘর পেলো ৫টি পরিবার

NewsDetails_01

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ৫ টি অসহায় ও দরিদ্র পরিবার পেলো নতুন ঘর। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই ঘর গুলো নির্মাণ করা হয়েছে বলে জানান রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

গত শনিবার নব-নির্মিত ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।

NewsDetails_03

এসময় চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, এই ইউনিয়ন এর আমতলী পাড়া, হেডম্যান পাড়া, ফরেস্ট এলাকা এবং বড়পাড়ায় এই ঘর গুলো নির্মাণ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন