থানচিতে ফের পৌনে ৩ কোটি টাকার পপি খেত ধ্বংস করেছে বিজিবি

NewsDetails_01

বান্দরবানে থানচি উপজেলা ২ নং তিন্দু ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আময় ম্রো কারবারী পাড়া এলাকার গহীন জংঙ্গলে ফের ৭ একর পাহাড়ী ভূমিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক দ্রব্য পপি চাষের খেত পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গত রবিবার ১৯ ফেব্রুয়ারী দুপুর হতে বিকাল ৫ টার পর্যন্ত টানা অভিযানে জআময় ম্রো পাড়া এলাকার ৪টি পাহাড়ী (টিলার) অতিক্রম করে অনুমানিক ৭ একর পাহাড়ী উঁচু নিচু জমিতে প্রায় ২ কোটি ৬২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যে পপি খেত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

NewsDetails_03

এবারের অভিযানের বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান নেতৃত্ব দেন। এ সময় তিন্দুমূখ বিওপি ক্যাম্পের ৩০/৩৫ জন বিজিবি জোয়ান অংশ নেন। বিজিবির অভিযান টের পেয়ে চাষীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করার সম্ভব হয়নি। এর আগে গত ২৪ জানুয়ারী ও ২ ফেব্রুয়ারী, ১৭ ফেব্রুয়ারী তিন দফায় একই এলাকা অভিযানে প্রায় ৪২ একর জমিতে পপিখেত পুড়িয়ে ধ্বংস করেছিল বিজিবি।

অভিযান সম্পর্কে প্রেস ব্রিফিং কালে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি, সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ী-বাঙ্গালী সীমান্ত অপরাধ দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন