থানচিতে মালবাহী ট্রাক উল্টে ড্রাইভারসহ আহত ৫

NewsDetails_01

বান্দরবানে থানচি লিটক্রে সড়কে মালবাহী একটি টিএস ট্রাক সড়কে উল্টে ড্রাইভারসহ ৫জন আহত আহত হয়েছে। আহতরা হলেন, গাড়ির ড্রাইভার মোঃ রায়হান (২০), গাড়ির শ্রমিক মাংয়াম বম (১৮), মোঃ নয়ন (২১), মোঃ মহিউদ্দিন (২০) ও লাললিং বম। তারা সবাই প্রাতা পাড়া আর এস কোম্পানি নামীয় ইট ভাটার শ্রমিক বলে জানা যায়।

আজ শুক্রবার (২৮মে) সকাল সাড়ে ১১টায় থানচির লিটক্রে সড়কে ১৯ কিলো: প্রাতা পাড়া ও সিংত্লাপি পাড়া মাঝ খানের সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। পরে গুরত্বর আহত গাড়ি চালক মোঃ রায়হান ও শ্রমিক মাংয়াম বম কে কর্তব্যরত চিকিৎসক প্রথমে বান্দরবান সদর হাসপাতাল, পরে মালুমঘাট হাসপাতালে প্রেরন করা হয়।

NewsDetails_03

থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডেন্টাল সার্জেন্ট ডাঃ রুমা আক্তার বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসা শেষে ৩ জনকে ছেড়ে দিয়েছি। অপর দুইজনকে বান্দরবান সদরে প্রেরন করা হয়।

উল্লেখ্য, গত ডিসেম্বর হতে ঐ সড়কে সড়ক দুর্ঘটনা ৭ জন প্রান হারিয়েছে এবং ১২ থেকে ১৩ জন আহত হয়েছে।

আরও পড়ুন