দেশের সবচেয়ে কম বিসিএস ক্যাডার বান্দরবানে

NewsDetails_01

দেশের সবচেয়ে কম ক্যাডার কর্মকর্তা রয়েছেন বান্দরবান পার্বত্য জেলায়। বান্দরবান জেলায় বিসিএস ক্যাডার আছেন মাত্র ৮ জন। অপর দুই পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়িতে ২৯ জন এবং রাঙামাটিতে ৩৭ জন ক্যাডার কর্মকর্তা রয়েছে। আজ রোববার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে দেশের ঢাকা জেলার বিসিএস ক্যাডার (প্রথম শ্রেণি ও তদূর্ধ্ব) কর্মকর্তা সবচেয়ে বেশি। এ জেলায় রয়েছেন ৩৫৫ জন বিসিএস কর্মকর্তা।সংখ্যার দিক থেকে ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামে আছে ২৫০ জন ক্যাডার কর্মকর্তা। তৃতীয় অবস্থানে আছে কুমিল্লা জেলা, সেখানে রয়েছে ২৯২ জন ক্যাডার।

NewsDetails_03

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দেয়া তথ্যানুযায়ী, বিসিএস ক্যাডারের তৃতীয় স্থানে রয়েছে ময়মনসিংহ। এ জেলার ২১৪ জন বিসিএস ক্যাডার। অপরদিকে এছাড়া সচিব পদমর্যাদার সর্বোচ্চ ৫ জন কর্মকর্তা আছেন বরিশাল জেলায়।

বর্তমানে বিসিএস ক্যাডার পদে ৬ হাজার ৫৫ জন কর্মকর্তা কর্মরত আছেন। তাদের মধ্যে সিনিয়র সচিব পদে ১০ জন, সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৫৭ জন, যুগ্ম সচিব পদে ৬৫৮ জন, উপসচিব পদে ১ হাজার ৬৯৩ জন, সিনিয়র সহকারী সচিব পদে ১ হাজার ৫২২ জন এবং সহকারী সচিব পদে ১ হাজার ৫৫৮ জন রয়েছেন।

প্রসঙ্গত,দেশের সবচেয়ে কম জনসংখ্যার বসবাস বান্দরবান জেলায়, শিক্ষার হারের দিক থেকেও অন্য জেলার তুলনায় পিছিয়ে বান্দরবান।

আরও পড়ুন