না ফেরার দেশে বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব

NewsDetails_01

বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওহাব ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইণ্ণা ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

NewsDetails_03

বুধবার (১৯ মে) রাত ৩ টার দিকে চট্টগ্রামের খুলশীস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার (২০মে) বাদে আছর বান্দরবানের ঈদগাহ ময়দানে জানাজা শেষে গোরস্থান মসজিদ সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার এ কর্মকর্তা চাকরি জীবনে লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বান্দরবানের বিশিষ্ট কবিরাজ মরহুম আলী মিয়ার ২য় সন্তান।

আরও পড়ুন