পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

আবু তাহের শিবির কর্মী ছিলো

NewsDetails_01

পানছড়ি’র ত্রাসখ্যাত আবু তাহের গং কতৃক খাগড়াছড়ি র জনপ্রিয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা, এমপির সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনে র প্রতিবাদে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন, ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ টায় সময় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব উল্লেখ করেন, ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর পানছড়ি’র শীর্ষ সন্ত্রাসী তাহের ও তার ভাই ধর্ষক তোফাজ্জল গং কর্তৃক ঢাকা আকরাম খান হল, জাতীয় প্রেসক্লাবে দেওয়া প্রহসন মূলক বক্তব্যে দেওয়া হয়, যা মিথ্যা অপপ্রচার, বিভ্রান্তিকর।

আবু তাহের গং যখনই নির্বাচন আসে তখনই নৌকা প্রতীকের বিরোধিতা করে, ২০০৮ সালে জাতীয় নির্বাচন, ২০০৯ সালে পৌর নির্বাচন,২০১৪ সালে জাতীয় নির্বাচন, ২০১৫ সালে পৌর নির্বাচন,২০১৬ সালে ইউপি নির্বাচন, ২০১৮ সালে জাতীয় নির্বাচন, ২০১৯ সালে খাগড়াছড়ি পৌর নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী বিরুদ্ধে নির্বাচন করেছে, আর সুযোগ পাইলেই আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হত্যার উদ্দেশ্য আক্রমণ করেছে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি যুবলীগ নেতা মোঃ শরিফুল ইসলামকে কুপিয়ে জখম করে।

NewsDetails_03

১৭ সালের ২৯ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করে, তাহেরের ছোট ভাই তোফাজ্জল ২০১৬ সালে ১২ জুলাই নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে, যার মামলা চলমান, তাহের মসজিদের ইমাম কে হত্যার হুমকি দিয়ে মসজিদের ইট,রড তার বাড়িতে নিয়ে যায়,দিনমজুর ওহিজ উদ্দিনের পরিবারকে হুমকি দিয়ে সেগুনবাগান দখল করে নেওয়ার চেষ্টা করে, বিচারাধীন রয়েছে, ২৩ সালের ৯সেপ্টেম্বর আওয়ামী লীগের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রোগ্রামে বাদা সৃষ্টি করে, সংবাদ সম্মেলনে উল্লেখ করে আওয়ামী লীগের রাজনীতি করে প্রতিবন্ধী হয়েছে, এইটা সম্পূর্ণ মিথ্যা, সাবেক ছাত্রলীগের সভাপতি নিখিল চৌধুরীর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় উল্টাছড়ি এক্সিডেন্ট করে পঙ্গু হয়,এখন সহানুভূতি পাওয়ার জন্য নাটক মঞ্চ করে যাচ্ছে, সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট করে বলা হয় আবু তাহের গং আওয়ামী লীগের রক্ত ঝড়িয়ে নিজেদেরকে আওয়ামী লীগ দাবি করবেন না,তাহের গং আওয়ামী লীগ পরিবার থেকে বিতাড়িত এবং আবু তাহের একসময়ের শিবির কর্মী ছিলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সহ সভাপতি সতীশ চন্দ্র চাকমা,কিরন ত্রিপুরা, লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ আলী, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগে সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর সুজন,সাবেক ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক সহ তাহের কতৃক নির্যাতিত ব্যক্তিরা।

আবু তাহের গং সন্ত্রাসী বাহিনী ধারা নির্যাতিত দুইজন ব্যাক্তি ওহিজ উদ্দিনের পরিবার ও উল্টাছড়ি মসজিদের ইমাম কাজী ইসমাইল বিন ইউছুপ গঠনার বর্ণনা ও চিত্র তুলে ধরেন, সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি করেন।

আরও পড়ুন