প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে বান্দরবানে শেষ হলো দুর্গোৎসব

NewsDetails_01

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে বান্দরবানে শেষ হলো বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজাম-পে বিজয়া দশমীর পুষ্পাঞ্জলি গ্রহণের জন্য ভীড় জমায় অসংখ্য ভক্ত । এসময় পুষ্পাঞ্জলি প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত রাহুল চক্রবর্ত্তী ।

NewsDetails_03

পুষ্পাঞ্জলি শেষে সনাতন ধর্মালম্বীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । এদিকে মণ্ডপে মণ্ডপে চলে ঢাক-ঢোল ও ধর্মীয় আরতি, ধুপ আর মোমাবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো পূজা মণ্ডপ।

এবার বান্দরবান জেলার ৭টি উপজেলার ৩২টি পূজা মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে । আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্ধরা।

এদিকে বেলা গড়াতে গড়াতে জেলা উপজেলার মন্দিরগুলোর প্রতিমা সাঙ্গু নদীতে বিসর্জন দেওয়া হয়।

আরও পড়ুন