প্রথমবারের মতো এসিল্যান্ড পেল নাইক্ষ্যংছড়ির ভূমি অফিস

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা দীর্ঘদিন পর সহকারী কমিশনার (এসি) পেল ভূমি অফিস। আজ বুধবার (২৯ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) পদে মো:আশরাফুল হক নাইক্ষ্যংছড়ি যোগদান করেছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি তার দপ্তরে নবাগত এসিল্যান্ড মো:আশরাফুল হক কে ফুল দিয়ে বরণ করে নেন।

NewsDetails_03

পরে উপজেলা নির্বাহী অফিসার নবাগত এসিল্যান্ডকে নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসে নিয়ে গিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিরাও নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন, উপজেলাতে এই প্রথম এসিল্যান্ড পেল ভূমি অফিস। দীর্ঘদিন ভূমি কাজ নিয়ে অনেক সমস্যা মোকাবেলা করতে হয়েছে। তবে দীর্ঘদিন হলেও এ উপজেলায় এসিল্যান্ড যোগদান করার ফলে ভূমি অফিসের কাজে গতি ফিরবে।

উল্লেখ্য, বান্দরবান জেলার সাত উপজেলার মধ্যে সহকারি কমিশনার (ভূমি) এসিল্যান্ড ছিলো শুধু মাত্র বান্দরবান সদর ও লামা উপজেলাতে। এই প্রথম এসিল্যান্ড পেল নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিস।

আরও পড়ুন