প্রধানমন্ত্রীর মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

NewsDetails_01

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের একমাত্র শান্তিতে পুরস্কার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের সিনিয়র সিটিজেনদের সম্পর্কে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকাল তিন ঘটিকায় সময় বান্দরবান বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

NewsDetails_03

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি মিসেন মাম্যাচিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন।

উক্ত অনুষ্টানে বিএনপি নেতা আবিদুর রহমান, পৌর বিএনপি নেতা আলী হোসেন, শফি উল্লাহ, জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোরর্শেদ বিন ওমর, যুবদল নেতা আরিফ চৌধুরী, আনোয়ার হোসেনসহ জেলা,উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, অবৈধভাবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে শেখ হাসিনা যাকে হত্যার হুমকি দিয়েছেন উনিই কিন্তু ১৯৮৬ সালে শেখ হাসিনার ওপরে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছিল, ওয়ান ইলেভেনে হাসিনার মুক্তির জন্য আহ্বান করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া।

আরও পড়ুন