বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

NewsDetails_01

“ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে জমায়েত হয়। শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয় ।

NewsDetails_03

পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো:শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:শামীম হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:বদিউল আলম প্রমুখ।

এসময় সভায় বক্তারা বলেন, বান্দরবানের পর্যটন শিল্প দিন দিন বিকশিত হওয়ার ফলে এখন অসংখ্য হোটেল মোটেল গড়ে উঠেছে আর তাতে কর্মসংস্থান হচ্ছে অসংখ্য বেকার যুবক যুবতীর। সভা শেষে একই মঞ্চে ক্ষুদ্র নৃগোষ্টি সম্প্রদায় ও স্থানীয় শিল্পিদের মনোরম পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্টিত হয়।

আরও পড়ুন