বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বান্দরবান এর নব কমিটির অভিষেক

শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা

NewsDetails_01

শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করলো বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বান্দরবান অঞ্চল।

গত শুক্রবার বান্দরবানের অরুন সারকি টাউন হলে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বান্দরবান অঞ্চলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ৬ষ্ট থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়া ৫০ জন শিক্ষার্থীকে এক হাজার টাকা করে এই শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করেন।

NewsDetails_03

এসময় অনুষ্ঠানে বৌদ্ধ কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয় এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বান্দরবান অঞ্চলের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বান্দরবান অঞ্চলের সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর ট্রাষ্টি অমল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, বৌদ্ধ যুব পরিষদ বান্দরবান অঞ্চলের সাধারণ সম্পাদক হিতোষময় বড়ুয়াসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সকল ধর্মের সম অবস্থানের মাধ্যমেই সকলকে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, ধর্ম যার যার দেশ আমাদের সবার। এখন মন্দির কেন্দ্রীক আলাদা আলাদা উপাসনালয় গড়ে উঠার কারনে এখন একই মন্দিরে নিজ ধর্মাবলম্বীদের উপস্থিতি কমে যাচ্ছে, শুধু ধর্মীয় উপাসনালয় গড়ে উঠলেই হবে না, ধর্মীয় উপাসনালয় গুলোকেও সমাজে বসবাসকারী জনসাধারণের জীবনমানের উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার প্রসারে ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা, ধর্মীয় সংগঠন গুলো যদি সমাজে অসহায়, দুস্থ শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিতে এগিয়ে আসে তাহলে সমাজে অনেক অসহায় শিক্ষার্থী উন্নত শিক্ষাঅর্জনের সুযোগ পাবে।

আরও পড়ুন