বান্দরবানের ১৪০টি বৌদ্ধ বিহারে খাদ্যশস্য বিতরণ

প্রবারণা পূর্ণিমা

NewsDetails_01

বৌদ্ধ সম্প্রদায়ের আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের ১৪০টি বৌদ্ধ বিহারে ত্রাণকার্য (চাল) এর ডিও বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বৌদ্ধ বিহারে দায়িত্বপ্রাপ্তদের হাতে এই ডিওপত্র বিতরণ করেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য জেলার বাসিন্দারা সম্প্রীতির মধ্যে বসবাস করে, এখানে একে অন্যের উৎসবে মনের আনন্দে যোগ দেয় এবং আনন্দ ভাগাভাগি করে নেয়।

NewsDetails_03

তিনি আরো বলেন, এখন সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা উদযাপন করছে আর কয়েকদিন পরে বৌদ্ধ সম্প্রদায় প্রবারণা উৎসব উদযাপন করবে, আর সব উৎসবে সকল সম্প্রদায় পার্বত্য এলাকায় একত্রে মিলিত হয়ে উৎসবকে আরো জাঁকজমক করে তুলে আর এর মাধ্যমে সম্প্রীতির বান্দরবান আমাদের সকলের মনে আরো সুদৃঢ় হয়ে ওঠে।

অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলার ১৪০টি বৌদ্ধ বিহারে ৫শত কেজি করে চালের ডিও প্রদান করা হয়।

এসময় বান্দরবান সদর উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ,বৌদ্ধ ভিক্ষু ও বিহারের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্ধরা উপস্থিত থেকে এই ডিওপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো. শেখ ছাদেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীরসহ বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন