বান্দরবানে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ পার্বত্য জেলা পরিষদের

NewsDetails_01

বান্দরবানে করোনা ভাইরাস সংক্রামন মোকাবেলায় দু:স্থ,দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই ত্রাণ সামগ্রী পৌরসভার ৯টি ওয়ার্ডে বিতরণের কার্যক্রম শুরু করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো:শামীম হোসেন,পুলিশ সুপার জেরিন আখতার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

ত্রাণ সামগ্রী বিতরণকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,এই সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে পাশাপাশি জনসাধারণের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, আমাদের এই সময়টা আরো বেশি সচেতন হতে হবে, আমরা নিজেরাই এখন নিজেদের ডাক্তার। নিজেরা পরিস্কার পরিচ্ছন্ন থাকবো এবং সকলকে পরিস্কার থেকে সুস্থভাবে জীবনযাপন করতে অনুরোধ জানাবো।

পার্বত্য জেলা পরিষদের তথ্য মতে ,করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনকৃত এলাকা ও গরীব এবং অসহায়দের সাহাযার্থে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে ২ শত মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্ধ দেয়া হয়েছে এবং এই বরাদ্ধের অনুকুলে পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন দুর্গম গ্রাম ও পাড়ায় পাড়ায় গিয়ে গরীব ও অসহায়দের ত্রাণ সহায়তা প্রদান করে যাচ্ছে।

আরও পড়ুন