বান্দরবানে পুলিশি বাধায় জেলা বিএনপির একাংশের সমাবেশ পণ্ড : আটক ২

NewsDetails_01

বান্দরবান শহরে পুলিশি বাধার মুখে পণ্ড হয়েছে জেলা বিএনপির একাংশের সমাবেশ। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলা শহরের বাজারের চৌধুরী মার্কেট এলাকার বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানান, ভারতের সঙ্গে দেশ বিরোধী বিভিন্ন চুক্তি বাতিলের দাবি,বুয়েটের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করতে যায় জেলা বিএনপির একাংশের নেতারা। এ সময় পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায় তাদের সমাবেশ। বিএনপির এই একাংশের সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা যায়।

NewsDetails_03

এ ঘটনায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি, যুগ্ন সম্পাদক মজিবুর রশিদ, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন আহত হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, যাদের আটক করা হয়েছে তারা নিজেদের পথচারী পরিচয় দিচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন