বান্দরবানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

NewsDetails_01

বান্দরবান শহরে বন বিভাগের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। আজ বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) সকালে শহরের নিউগুলশান এলাকায় অবস্থিত ইসলামী শিক্ষা কেন্দ্র স’মিল থেকে এসব অবৈধ কাঠ জব্দ করে বন বিভাগ।

NewsDetails_03

জানা যায়, কাঠ ব্যবসার আড়ালে সালাউদ্দিন ও মহিউদ্দিনসহ কিছু অসাধু ব্যবসায়ী সরকারি রিজার্ভ বন থেকে বিভিন্ন প্রজাতির কাঠ অবৈধ ভাবে এনে মজুদ এবং পাচার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল বৃহষ্পতিবার সকালে ইসলামী শিক্ষা কেন্দ্র স’মিলে অভিযান চালায়। এসময় স’মিলে তল্লাশি চালিয়ে কাগজের সাথে কাঠের মিল না থাকায় সেগুন, গামারী, গোদা, গর্জনসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪শ ফুট অবৈধ কাঠ জব্দ করে। পরে জব্দকৃত কাঠ বন বিভাগে নিয়ে আসা হয়।

এ বিষয়ে বন বিভাগে রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাছের ডিপোগুলোতে অভিযান পরিচালনা করছি, ক্রমান্বয়ে সবগুলো ডিপোতে অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন