বান্দরবানে বৌদ্ধ বিহার উদ্বোধন করলেন বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবান সদরের দাঁতভাঙ্গা পাড়া বৌদ্ধ বিহারের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার দাঁতভাঙ্গা পাড়া বৌদ্ধ বিহারের উদ্বোধন করা হয়।

NewsDetails_03

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা, ৪নং ওয়ার্ডের সদস্য অজিত তঞ্চঙ্গ্যা সহ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এখানে প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গীর্জা নির্মানের ফলে সানন্দে ধর্মীয় উৎসব পালন করতে পারছে সবাই।

আরও পড়ুন