বান্দরবানে শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ

NewsDetails_01

বান্দরবানে ১২ দিন ব্যাপী শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলানায়তনে ১২ দিনব্যাপী এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো: মঞ্জুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁঞা।

NewsDetails_03

এ সময় আরো উপস্থিত ছিলেন শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের (এসপিবিকে) উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. হেলাল উদ্দিন।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের সহযোগিতায় ২৮ জন শিক্ষক ও ৩ জন সুপারভাইজারকে ১২ দিন ব্যাপী বুনিয়াদী এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আয়োজকরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ববধানে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (সাব কমপোনেন্ট,২,৫, পিইডিপি-৪) এর আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ১৯ নভেম্বর শেষ হবে এ প্রশিক্ষণ।

আরও পড়ুন