বান্দরবানে শিশুদের খাদ্য বিতরণ করলো জেলা প্রশাসন

NewsDetails_01

বান্দরবানে অপুষ্টিতে থাকা শিশুদের খাদ্য বিতরণ করলো বান্দরবান জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং শীতার্ত শিশুদের অপুষ্টি মোকাবিলায় শিশু খাদ্য ক্রয় পূর্বক বিতরণের লক্ষ্যে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নির্দেশনায় সদর উপজেলার কুহালং ইউনিয়নে বিভিন্ন এলাকার দ্বারে দ্বারে পৌঁছে এই শিশু খাদ্য পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে ১২০জন শিশুকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

NewsDetails_03

বান্দরবান জেলা প্রশাসনের ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (নির্বাহী ম্যাজিষ্ট্রেটট) সিমন সরকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং শীতার্ত শিশুদের অপুষ্টি মোকাবিলায় শিশু খাদ্য ক্রয় করে আমরা সদর উপজেলার কুহালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের বাড়ীতে বাড়ীতে গিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করেছি এবং আগামীতে ও বরাদ্ধ সাপেক্ষে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, ১২০জন শিশুকে ২ কেজি চাল, ১ কেজি ডাল, প্যাকেট দুধ, ১কেজি সুজি, বাদামসহ বিভিন্ন পুষ্টিকর খাবার প্রদান করা হয়েছে।

আরও পড়ুন