ভাষাগত দুর্বলতার কারণে শিক্ষার মান কম- ইউএনও শরিফুল হক

NewsDetails_01

পাহাড়ি শিক্ষার্থীদের ভাষাগত দুর্বলতার কারণে রুমায় শিক্ষার মান কম হতে পারে বলে মন্তব্য করেছেন বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শরিফুল হক। শনিবার দুপুরে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইউএনও আরো বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো পাঠ্য বই থেকে করা হয়েছে। তারপরও শিক্ষার্থীরা পরীক্ষায় তেমন ভাল করবে বলে মনে হচ্ছে না । তিনি এ সময় অভিভাবকদের উদ্দেশ্য বলেন, পাহাড়ি শিক্ষার্থীদের ভাষাগত দুর্বলতা কাটিয়ে উঠতে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে । নিজের বাসায় ছেলে-মেয়েদের বাংলা বলার অভ্যাস করাতে হবে । এটা করা গেলে শিক্ষার্থীদের বাংলার প্রতি আর কোন ভীতি থাকবে না । এদিকে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হ্লাশৈনু মারমা জানান, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হবার জন্য ১৪৬জন ফরম সংগ্রহ করে । পরীক্ষায় অংশ নেয়া ১১৪ জনের মধ্য থেকে মেধা অনুযায়ী ৬০ জনকে বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেয়া হবে।

আরও পড়ুন