মাটিরাঙ্গায় ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল ও মাদরাসার ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার সকল স্কুল, মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপি নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এর আগে প্রতিষ্ঠানভিত্তিক দুটি ভেন্যুতে এসব খেলা শেষে আজ দুই ভেন্যুর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো: শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্যাহ, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো: নুরুল ইসলাম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসেম, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

খেলাধূলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায় মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন,

খেলাধুলা ই যুব সমাজকে ধংসের হাত থেকে নিজেদের বাঁচাতে পারে। খেলাধুলা শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখে, শিশুর মেধা ও মননের বিকাশ ঘটায়, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা হিসেবে খেলাধুলাকে প্রাধান্য দেয়ার কথা বলেন তিনি।

এ সময়, বিভিন্ন প্রতিষ্ঠানের শরীরচর্চার শিক্ষকগণ উক্ত খেলাধূলা পরিচালনা করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন অতিথীরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ অনেক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন