রাঙামা‌টি‌তে অবৈধ ইটভাটা ধ্বংস

NewsDetails_01

রাঙামা‌টির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়‌নে অনুমতিবিহীন গ‌ড়ে উঠা ইটভাটায় অভিযান চালিয়ে দু‌টি ইট ভাটার প্রস্তুতকৃত কাঁচা ইটে পানি মেরে ও চু‌ল্লি ধ্বংস করে দিয়েছেন প্রশাসন। পাশাপাশি ভাটার মালিক‌দেরকে ৫০ হাজার ক‌রে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ র‌বিবার দুপুরে উপজেলার আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস ও এডিবি ব্রিকস দুইটি ইটভাটাতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভু‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

NewsDetails_03

তি‌নি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইট ভাটার মালিকদের জরিমানা করা হয়। এছাড়াও উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধ ক‌রে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযান চলাকালে কেবিএম ব্রিকস ও এডিবি ব্রিকসের মা‌লিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ইট পোড়ানোর জন্য দেওয়া জেলা প্রশাসনের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। পরে ভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট পানি ঢেলে এবং পাশাপাশি ভাটার দুটি টিনের চিমনি ধ্বংস করে দেওযা হয়।

আরও পড়ুন