রাঙামাটিতে এক জেএমবি’র সদস্যকে ১০ বছরের সাজা

বোমা বিস্ফোরন মামলা

NewsDetails_01

রাঙামাটিতে বোমা বিস্ফোরন মামলায় গালিব নামে এক জেএমবি সদস্যকে ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল এলাহী সোমবার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোঃ শামীম হোসেন গালিব আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত গালিব সাতক্ষিরা জেলার ইটগাছা ইউনিয়নের মোঃ তমিজ উদ্দিনের ছেলে।

NewsDetails_03

আদালত সুত্রে জানা গেছে, নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মাধ্যমে আসামীকে সোমবার (১৫মার্চ) বেলা ১১টায় আদালতে হাজির করা হয়। দুপুরে রায় ঘোষণার পরপরই তাকে রাঙামাটির আদালত চত্ত্বর থেকে আবারো সামনে পেছনে পুলিশী স্কট দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আসামী গালিব ইতিমধ্যেই ১৫ বছর ৬ মাসের মতো জেলেই কাটিয়েছেন বলে জানা গেছে। ২০০১ সালে রাঙামাটি শহরের হোটেল ড্রীমল্যান্ডের সামনে বোমা বিস্ফোরনের মামলায় গালীব একমাত্র আসামী ছিলেন।

জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, ২০০১ সালে সারাদেশের ন্যায় রাঙামাটি শহরেও বিস্ফোরনের ঘটনায় দায়েরকৃত মামলায় একমাত্র আসামী গালিবের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষণা করেন।

আরও পড়ুন