রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ২৫ নভেম্বর

NewsDetails_01

করোনা মহামারীর কারণে দীর্ঘ বন্ধের পর অবশেষে খুলে দেয়া হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসিক হল। আগামী ২৫ নভেম্বর থেকে হল খুলে দেয়ার চুড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। এ দিন অন্তত টিকা গ্রহণকারী সনদ এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন ও মাস্ক ব্যবহার সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তবে, কোন আবাসিক শিক্ষার্থীর মাস্টার্স রেজাল্ট প্রকাশিত হলে ওই শিক্ষার্থীও বরাদ্দকৃত আসন বাতিল হবে।

NewsDetails_03

গত ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে বেশ কয়েকটি শর্তসাপেক্ষে হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। বুধবার (২৪ নভেম্বর) ছাত্রী হলের হাউজ টিউটর ফারহা সুলতানা স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন সনদ হল প্রশাসনের অফিসে জমা দিতে হবে। কোভিড-১৯ ভ্যাকসিন সনদ প্রদর্শন ব্যতীত হলে প্রবেশ করা যাবেনা। শুধুমাত্র ভ্যাকসিন সনদ গ্রহনকারী আবাসিক শিক্ষার্থীরাই হলে অবস্থান করতে পারবে। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরনের লক্ষ্যে হলে অবস্থানের সময় মাস্ক ব্যবহার করার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো আবাসিক শিক্ষার্থীর মাস্টার্স রেজাল্ট প্রকাশিত হলে উক্ত শিক্ষার্থীর বরাদ্দকৃত আসন বাতিল বলে গণ্য হবে।