রাঙামা‌টিতে করোনা আক্রান্ত সন্দেহে ১২টি প‌রিবার লকডাউন

NewsDetails_01

রাঙামা‌টি পার্বত্য জেলার বাঘাইছ‌ড়ি‌ উপজেলায় ১২টি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শ‌নিবার (২৮মার্চ) বেলা ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলাধীন পশ্চিম মুসলিম ব্লক এলাকার ১২ পরিবারকে লক ডাউনের ঘোষণা করা হয়। স্থানীয় সেনাবা‌হিনী, পু‌লিশ ও বি‌জি‌বির সদস্যর উপ‌স্থি‌তি‌তে বাঘাইছ‌ড়ি‌ উপজেলা নির্বাহী অ‌ফিসার আহসান হা‌বিব জিতু এ ঘোষণা দেন।

জানা গেছে, লকডাউন হওয়া একটি বাড়িতে এক আনসার সদস্য ঢাকা থেকে ট্রেনিং শেষে নিজ বাড়িতে ফিরে। পরে তি‌নি অসুস্থ হয়ে পড়েন।

NewsDetails_03

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আহসান হা‌বিব জিতু জানান, খবর পে‌য়ে ওই আনসার সদস্যের অসুস্থতার সব খবরাখবর নিয়ে করোনা ভাইরাসের প্রাথ‌মিক লক্ষন হিসাবে ধারনা করা হয়। অসুস্থ ব্যক্তিকে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তি‌নি।

এদিকে ওই ব্য‌ক্তির বাসাবা‌ড়িসহ আশেপাশের ১২টি পরিবারকে লকডাউন ঘোষনা করা হয়ে‌ছে। লক ডাউন চলাকালীন সম‌য়ে তারা বা‌ড়ির বাইরে যেতে পারবে না।

আরও পড়ুন