রাঙ্গামাটির ২১টি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো শুরু

NewsDetails_01

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে রাঙ্গামাটির দুর্গম ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পৌছানোর কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনভর রাঙ্গামাটি নির্বাচন অফিস থেকে ভোট গ্রহণের যাবতীয় ব্যালট পেপারসহ আনুসাঙ্গিক সামগ্রী নিয়ে রাঙ্গামাটির বিভিন্ন দুর্গম ভোট কেন্দ্রগুলোতে পৌছে দেয়া হয়।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নির্বাচনের ভোট গ্রহণের দুইদিন আগে নির্বাচনী কর্মকর্তারা স্ব-স্ব ভোট কেন্দ্রে গিয়ে অবস্থান নিবেন এবং ভোট কেন্দ্র প্রস্তুত করবেন। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ ও ফলাফল গণনা শেষে পুনরায় নির্বাচনী কর্মকর্তাদের হেলিকপ্টার যোগে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ির ৪টি উপজেলার মোট ২১টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ প্রিসাইডিং ও পোলিং অফিসারদের পাঠাতে সেনাবাহিনীর তত্ত্ববধানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন