রামগড় পৌরসভার বাজেট ঘোষণা

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে । রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল আজ সোমবার সকালে ছাব্বিশ কোটি চুচাল্লিশ লক্ষ টাকার এই বাজেট ঘোষণা করেন।

সোমবার ১২ ডিসেম্বর সকাল দশটায় খাগড়াছড়ির রামগড় পৌরসভায় বাজেট ঘোষণা উপলক্ষে পৌর মেয়র রফিকুল আলম কামাল এর সভাপতিত্বে পৌরসভা চত্বরে সুধী সমাজের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন, রামগড় সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, খাগড়াছড়ির সাবেক সাংসদ মোঃএ কে এম আলীম উল্লাহ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোস্তফা হোসেন, প্যানেল মেয়র মোঃ শামীম, ও সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু প্রমুখ।

NewsDetails_03

মত বিনিময় সভায় বক্তারা পৌরসভার উন্নয়নে দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প গ্রহণ এবং সঠিকভাবে তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।

সভার শুরুতেই রামগড় পৌরসভার সহকারী প্রকৌশলী অর্ণব চাকমা ২০২২-২০২৩ অর্থবছরে রামগড় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সমূহ সকলের সামনে উপস্থাপন করেন।

রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বাজেট বাস্তবায়নে উপস্থিত সুধী সমাজ ও পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় সকল ওয়ার্ড কাউন্সিলর,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন