রামগড়ে ১৫ টাকা কেজিতে চাউল পাবে ১৩৮৯ পরিবার

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তর ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করেছে।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে হতদরিদ্রের জন্য স্বল্পমূল্য খাদ্যশস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।

উপজেলা খাদ্য কর্মকর্তা হিমু চাকমা জানান, কর্মসূচি বাস্তবায়নের জন্য পাতাছড়া, নাকাপা, লামকু ও বলিপাড়ায় ৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ডিলার পয়েন্ট থেকে উপজেলার ১৩৮৯ টি পরিবার সোম,মঙ্গল ও বুধবার প্রতি কেজি চাল ১৫ টাকা দরে একজন মাসে ৩০ কেজি সংগ্রহ করতে পারবে।

NewsDetails_03

তিনি জানান, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিক্রয় কেন্দ্র গুলো খোলা থাকবে।

এ সময় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন দ্রব্যমূল্য এবং নিন্ম আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজিতে চাউল বিতরন শুরু করেছে। উপজেলার প্রত্যান্ত অঞ্চলের নিন্ম আয়ের মানুষ এই কর্মসূচিতে উপকৃত হবে।

এ সময় সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন