রুমায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মিনতি ত্রিপুরা

NewsDetails_01

বান্দরবানের রুমায় সোমবার সকাল সাড়ে ১০ টায় রুমা বাজার ঘাটে সাঙ্গু নদের গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে এক বয়স্ক নারী। তার নাম, লালঠামোয়ান বম ওরফে মিনতি ত্রিপুরা(৭৫) এবং রুমা ইউপি এলাকা বাসিন্দা।

রুমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মোহাম্মদ আবদুর রহিম জানান, পানিতে ডুবে নিখোঁজ নারীকে উদ্ধারের কার্যক্রম সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয় এবং এখনো চলমান। আগামিকাল সকালেও উদ্ধার কার্যক্রম চালানো হবে।

NewsDetails_03

স্থানীয়দের ভাষ্যমতে, এঘাটে প্রতি বছর দু-একজন পানিতে ডুবে মারা যায। প্রত্যেকবার পানিতে ডুবে নিখোঁজ ২৪ ঘন্টার পর লাশ উদ্ধার হয়ে যায়। এই হিসেব নিখোঁজ লাশটি আগামীকাল মঙ্গলবার যে কোনো সময় উদ্ধার করা যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা বলেন, ফায়ার সার্ভিসের লোকজনের পাশাপাশি স্থানীয়রাও পানিতে ডুবে নিখোঁজ নারীকে উদ্ধার কাজ করছে।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক পানিতে ডুবে নিখোঁজ হবার স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন