রোয়াংছড়িতে সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়িতে সরকারি নির্দেশ অমান্য করায় বনমালি মজুমদার (৪৮) নামে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী কোভিড-১৯, নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের প্রতিরোধে লক্ষে সরকারী নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

NewsDetails_03

এমন অবস্থায় আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড ওয়াগয় পাড়া বাসিন্দা মৃত: মনিচন্দ্র মজুমদার এর ছেলে বনমালি মজুমদার সরকারী নির্দেশ ও আইন অমান্য করে গত সোমবার (২০ এপ্রিল ২০২০) রোয়াংছড়ি থেকে চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া উপজেলাতে গিয়ে ছিলেন।

আরো জানা গেছে, পরের দিন আজ মঙ্গলবার সকাল (২১ এপ্রিল ২০২০) এলাকাবাসীদের মধ্যে জানাজানি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বনমালি মজুমদারকে ২১ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিসেট্রট ও সহকারী ভূমি কমিশনার পুদম পুষ্প চাকমা।

আরও পড়ুন