লামায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি

সভাপতি তৈয়ব আলী ও সম্পাদক শাহীন

NewsDetails_01

বান্দরবান জেলার লামা উপজেলা শহরস্থ চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন স্বতস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সরকারী নির্দেশনা ও নীতিমালার ভিত্তিতে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহন চলে। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন, বিদ্যালযের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম। এ নির্বাচনে ১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

NewsDetails_03

এতে প্রত্যক্ষ ভোটে দৈনিক মানবজমিন পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি ও বিদ্যালয়ের জমি দাতা মো. তৈয়ব আলী সভাপতি নির্বাচিত হয়। তৈয়ব আলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলী মিয়ার ছেলে। নির্বাচনে অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, সদস্য পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. রফিক, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি সদস্য মো. আলম, শিক্ষক প্রতিনিধি মিলন কান্তি বড়ুয়া, অভিভাবক সদস্য মো. শাহেদ উদ্দিন, মো. নুরুল আবছার শামীম, আফসানা জান্নাত তারিন ও জান্নতুল ফেরদৌস, বিদ্যুৎসাহী সদস্য মোমেনা আক্তার।

এদিকে ছাগল খাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা নির্বাচনে ২৯৩নং ছাগল খাইয়া মৌজার হেডম্যান মংক্যচিং মার্মা সভাপতি, রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন

সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী।
নির্বাচন সম্পন্নের সত্যতা নিশ্চিত করে নির্বাচনত্তোর প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম বলেন, বিদ্যালয়ের অর্জিত সুনাম, গৌরব, আস্থা ও বিশ্বাসের মর্যাদা নব নির্বাচিত কমিটির নেতৃত্বে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

আরও পড়ুন