লামায় ১৯ চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারন সদস্য পদে ২৮৯ জনের মনোনয়নপত্র জমা

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ১৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫জন ও সাধারন সদস্য পদে ২২৪জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ রোববার নির্ধারিত সময়ে স্ব স্ব রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ২য় ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র যাছাই বাছাই ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস সূত্র জানায়, সরই ইউনিয়নে মনোনয়নপত্র জমাদানকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত ইদ্রিছ কোম্পানী ও স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ। এছাড়া এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৯জন ও সাধারন সদস্য পদে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফাইতং ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ওমর ফারুক, স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের, আবদুল জলিল ও মো. শহিদুল্লাহ। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারন সদস্য পদে ৩১ জন মনোনয়নপত্র জমা দেন।
গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী বাথোয়াইচিং মার্মা ও স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল মিয়া। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন ও সাধারন সদস্য পদে ২৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

NewsDetails_03

লামা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী মিন্টু কুমার সেন ও স্বতন্ত্র প্রার্থী আক্তার কামাল, রবিউল হোসেন ভুঞা। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬জন ও সাধারন সদস্য পদে ৩০জন মনোনয়নপত্র জমা দেন।

ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নুরুল হোছাইন, জাতিয় পার্টি সমর্থিত মো. খোরশেদ আলম, স্বতন্ত্রী প্রার্থী মো. জাকের হোসেন মজুমদার, মো. ওমর ফারুক। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬জন ও সাধারন সদস্য পদে ৩৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজিজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন কোম্পানী ও স্বতন্ত্র প্রার্থী রশিদ আহমদ। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারন সদস্য পদে ৩৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রুপসীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাচিংপ্রু মার্মা ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন ও সাধারন সদস্য পদে ৩৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে লামা উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইন ১৯জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারন সদস্যপদে ২৮৯ জনের মনোনয়নপত্র জমাদানের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভারে পরিচালনার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ৩ জন সরকারি কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে দাযিত্ব পালন করছেন।

আরও পড়ুন