১৯ তম এশিয়ান গেমসে যোগ দিচ্ছে বাংলাদেশ কারাতে দল

NewsDetails_01

জাঁকজমকপূর্ণ উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ১৯ তম এশিয়ান গেমস। এবারের গেমসে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন ৫ সদস্যর কারাতের একটি দল। ওই দলে আছেন বান্দরবানের মেয়ে নুমে মারমা ।

নুমে মারমা বলেন, আগামী ৫ ও ৬ অক্টোবর এই দুই দিন চীনের হানজু শহরে গেমস অনুষ্ঠিত হবে। আগামী ২ অক্টোবর চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করব।

এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ১৯ তম এশিয়ান গেমসের উদ্বোধন ঘোষণা করেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

NewsDetails_03

এসময় কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ, কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল প্রচন্ড, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ,তিমুর-লেস্তের প্রধানমন্ত্রী জিয়ানা গুসমাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরিয়া প্রজাতন্ত্রের হান ডাক-সু এবং মালয়েশিয়ার স্পিকার জোহারি বিন আবদুল উপস্থিত ছিলেন।

এছাড়া অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এর ভারপ্রাপ্ত সভাপতি রাজা রণধীর সিং এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীনের জাতীয় পতাকা নিয়ে যাওয়া হয় এবং জাতীয় সঙ্গীত বাজানো হয়।

আরও পড়ুন