কাপ্তাইয়ে ওসির ব্যতিক্রমি উদ্যোগ “হ্যালো ওসি”
পুলিশী সেবা নিশ্চিত করাসহ সাধারন মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর উদ্দেশ্যে রাঙামাটি জেলার কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন থানা এলাকায় “হ্যলো ওসি বুথ” তৈরি করে আজ রবিবার(২২ডিসেম্বর) থেকে এর কার্যক্রম চালু করেন।
এব্যাপারে কাপ্তাই থানার ওসি মঃ নাসির উদ্দিন বলেন, স্থানীয় জনগণ যাতে পুলিশী সেবা আরো সহজে এবং বেশি সেবা পায়,সেজন্যেই “হ্যালো ওসি বুথ” খোলা হয়েছে। ভুক্তভোগী যে কেউ সরাসরি বুথে এসে অভিযোগ করতে পারবেন। এছাড়া ০১৭৬৯ ৬৯০২০১ নাম্বারে কল করেও অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পেলেই তা সরেজমিন তদন্ত করে এলাকার মানুষের নানা সমস্যার কথা শুনে তা দ্রুত সামাধানের উদ্যোগ নেওয়া হয়।
৫নং ওয়াগ্গা ইউপি ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি দে,উপজেলা যুব লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা ছাত্রলীগের সিনিয়ার সহ সভাপতি বাবলু বিশ্বাস বাবলু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমনসহ অনেকে কাপ্তাই ওসির এই কার্যক্রমের প্রশংসা করেন।