রাঙামা‌টিতে হোম কোয়ারেন্টিনে থাকা মানুষ পেল সেনাবা‌হিনীর ফলম‌ূল

NewsDetails_01

বিদেশ ফেরত হোম কোয়ারেন্টিনে থাকা ১১৩ জনের কাছে ফলম‌ূল পৌ‌ঁছে দিয়েছে রাঙামা‌টি সেনাবা‌হিনী। আজ বৃহস্প‌তিবার (২৬মার্চ) সকালে রাঙামা‌টি সেনাবা‌হিনীর উ‌দ্যো‌গে এসব ফলমুল বিতরণ করা হয়।

‌সেনাবা‌হিনীর পক্ষ থেকে জানানো হয়, সামা‌জিক বি‌চ্ছিন্নতায় একেবারে বদ্ধ ঘরে আবদ্ধ এসব প্রবা‌সীর স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রে‌খে রাঙামা‌টি সেনাবা‌হিনীর উ‌দ্যো‌গে এসব ফলমুল বিতরণ করা হচ্ছে।

NewsDetails_03

এ‌দি‌কে, রাঙামা‌টি শহরে বৃহস্প‌তিবার সকাল থেকে মু‌দি ও ঔষ‌ধের দোকান ছাড়া দোকান পাট, রেস্টু‌রেন্ট, হোটেল মোটেল, হাট বাজার সব বন্ধ। মানুষের চলাফেরা একেবারে নেই বললেই চলে। শহরে বন্ধ রয়েছে যান চলাচলও।

সেনাবা‌হিনী, পু‌লিশসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেটগন নিয়‌মিত টহল দিচ্ছে। এছাড়াও হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে খবরাখবর নেয়া হ‌চ্ছে।

‌রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট এন‌ডি‌সি উত্তম কুমার দাশ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে রাঙামা‌টি জেলা প্রশাসনসহ সেনাবা‌হিনী, পুলিশ স‌র্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। প্র‌য়োজন ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেয়া হচ্ছে।

আরও পড়ুন