আর্যগুহা ধুতাঙ্গ ভান্তে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বান্দরবানে মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানে আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. এফ. দীপঙ্কর মহাথের এর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৌদ্ধ দায়ক দায়িকা ও সেবকবৃন্দরা।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সামনে বিভিন্ন ব্যানার ও পোস্টার নিয়ে এ মানববন্ধন করেন বিহারের দায়ক-দায়িকা ও আগত ভক্তরা।

NewsDetails_03

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা ভান্তেকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। সেই সাথে এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন শেষে বিহারে সমবেত হয়ে দায়ক দায়িকা ও ভক্তরা আর্যগুহা ধুতাঙ্গ ভান্তের প্রয়াণে নির্বাণ সুখ কামনায় করেন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা জয়সেন বড়ুয়া, মৃদুল বড়ুয়া, হেমন্দ্র বড়ুয়া, দিপক বড়ুয়া, সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া, অর্থ সম্পাদক রুপন বড়ুয়া, প্রচার সম্পাদক রাহুল বড়ুয়া ছোটন, মধু পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির সভাপতি নিপু বড়ুয়া, সাধারণ সম্পাদক বিক্রম বড়ুয়া, আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহার সেবক সংঘের উপদেষ্টা ভুটান বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা।

প্রসঙ্গত, বান্দরবানের রোয়াংছড়ি থানা এলাকার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের কুটিরে শনিবার (১৩ জুলাই) বিকালে ঝুলন্ত অবস্থায় বিহারের প্রধান ড. এফ দীপঙ্কর মহাথের ধুতাঙ্গ ভান্তের লাশ উদ্ধার করে পুলিশ। ড. এফ দীপঙ্কর মহাথের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালি বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদক পান। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ‘অশোক শিলালিপি’র উপর তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন