আলীকদমে ইয়াবাসহ ২জন আটক

purabi burmese market

বান্দরবানের আলীকদম উপজেলায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে আলীকদম থানা পুলিশ।

আটককৃতরা হলেন, পাট্টাখাইয়া এলাকার বাসিন্দা আবু রায়হানের ছেলে আব্দুর রহমান মুন্না (২২) ও ঢাকা সাভারে বাসিন্দা মেহেদী হাসান রুমান (২২)।

থানা সূত্রে জানা যায়,শনিবার রাত সাড়ে ১১ টার সময় আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া এলাকায় আবু রায়হানের বাড়ীর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮৫ পিস ইয়াবাসহ তাদের আটক করেছেন পুলিশ।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন ইয়াবাসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং আটককৃতদের মধ্যে মেহেদী হাসান রুমানের বিরুদ্ধে সাভার থানায়ও একটি ইয়াবা সংক্রান্ত মামলা আছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।