আলীকদমে ছেলের হাতে বাবা,স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের অভিযোগ

আটক ২

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে বাবাকে মারধর করে দুই ছেলে এবং স্ত্রীকে পিটিয়ে আহত করেছে মাদকাসক্ত স্বামী। আর এই পৃথক ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন,মোঃ আরমান ও সুমন কুমার দে।

আলীকদম থানার উপ-পরিদর্শক অভিযোগ সূত্রে জানায়,গতকাল (২৮ আগষ্ট) রাতে মোঃ ইসমাইল প্রকাশ ইসমাইল ডাক্তারের ছেলে মোঃ আরমান (২৪) কে অভিযান
চালিয়ে আবাসিক এলাকা থেকে আটক করেছে পুলিশ। মোঃ ইসমাইলকে জমি
সংক্রান্ত বিরোধের জের ধরে তার দুই ছেলে মোঃ আরমান ও মোঃ আরফাত মারধরের অভিযোগ করেন।

NewsDetails_03

অপর দিকে,গতকাল (২৮ আগষ্ট) রাতে আলীকদম বাজার পাড়ায় মাদকাসক্ত হয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সুমন কুমার দে (৩০) কে আটক করেছে পুলিশ। সুমন কুমার দের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতিতা পূর্ণিমা দের বাবা জীবন কৃষ্ণ দে বাদী হয়ে মামলা করেন বলে জানান। বর্তমানে পূর্ণিমা দে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন বলে জানা পূর্ণিমার পরিবার।

দুই আসামীকে আটক করার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন বলেন,তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং দুই মামলায় আটককৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

আরও পড়ুন