আলীকদমে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

purabi burmese market

বান্দরবানের আলীকদম উপজেলায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লামা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের আওতায় শনিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি চন্দ্র মোহন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. রুহুল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ ইন্দু চৌধুরী, সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, মো. ইউছুপ ।

এ সময় যৌতুক, বাল্য বিবাহ, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য এবং শিশুর যথাযথ বিকাশ, স্যানিটেশন, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, শিক্ষা ও পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ সড়ক, বিদ্যুৎ দুর্ঘটনা থেকে বাঁচার উপায় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয় ।

dhaka tribune ad2

সভায় দেড় শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।