আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর

রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

আজ রোববার সকালে রাঙামাটি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে তিন দিনব্যাপী ‘নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রত্যেক সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

NewsDetails_03

পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন আশা প্রকাশ করেন, রাঙামাটি জেলা পুলিশের সদস্যরা শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), মোজাম্মেল হকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা, সমন্বয়, নিরপেক্ষতা ও পেশাগত আচরণ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন