করোনা মোকাবেলায় গরীবদের পাশে ফিলিপ ত্রিপুরা

NewsDetails_01

বান্দরবানে করোনা ভাইরাস মোকাবেলায় নিজস্ব উদ্যেগে গরীবদের পাশে আত্ম মানবতার সেবায় এগিয়ে এলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি ফিলিপ ত্রিপুরা।

NewsDetails_03

আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় বান্দরবান শহরের কালাঘাটা ৩নম্বর ওয়ার্ডের ত্রিপুরা পাড়া এলাকায় করোনা ভাইরাস মোকাবেলায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি ফিলিপ ত্রিপুরা নিজ উদ্যোগে সামাজিক দূরত্ব বাজায় রেখে স্থানীয় গরীব দুঃখী মানুষদের এসব খাদ্য সামগ্রী হাতে তুলে দেন।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সম্প্রদায়ের প্রবীণ নেতা সত্যঁহা পাঞ্জি ত্রিপুরা, ৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের নেতা কামাল পাশা, বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরাসহ প্রমুখ।

আরও পড়ুন