কাপ্তাইয়ে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

purabi burmese market

রাঙামাটির কাপ্তাইয়ে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় বক্তব্য দেন একাডেমিক সুপার ভাইজার সোশেল চাকমা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ।

বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজেশ ভট্টাচার্য এর সঞ্চালনায় এইসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ।

প্রসঙ্গতঃ কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার অংশগ্রহণে গত বুধবার কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের ফুটবল ও হ্যান্ডবল খেলা শুরু হয়। গত শনিবার একই ভেন্যুতে প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতায় ফুটবল বালকের ফাইনালে চ্যাম্পিয়ন হন বড়ইছড়ি কর্ণফুলী নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হন চিৎমরম উচ্চ বিদ্যালয়, ফুটবলের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হন কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়।

dhaka tribune ad2

এইছাড়া হ্যান্ডবলের বালক বিভাগে চ্যাম্পিয়ন হন কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবলের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হন নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।