কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেক প্যারাডাইস পিকনিক স্পট এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় এমইএস কন্ট্রাক্টরের সিভিল লাইনম্যান মোহাম্মদ আসিফ লিটন(৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাঁর বাড়ী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটে তিনি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎ স্পষ্ট হলে সেখান থেকে তাকে নামিয়ে চিকিৎসার জন্য নেভি এ্যাম্বুলেন্স যোগে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, উনাকে সন্ধ্যায় হাসপাতালে আনা হলেও, এর আগে তিনি মৃত্যু বরন করেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, হাসপাতালে পুলিশ গেছে, পরবর্তীতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।