কাপ্তাই থানা পেলো নতুন ডাবল কেবিন পিক আপ

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল ও থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তা এবং অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধিসহ নানা সুবিধার্থে একটি নতুন ডাবল কেবিন পিক আপ হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মীর মোদ্‌দাছ্ছের হোসেন গাড়িটি কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীনের নিকট হস্তান্তর করেন।

NewsDetails_03

এসময় রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাপ্তাই থানা পুলিশ দীর্ঘদিন ধরে পুরানো ও জরাজীর্ণ গাড়ি নিয়ে থানার কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এতে গাড়ির বিভিন্ন সমস্যার কারণে কার্যক্রম এর ব্যাঘাত সৃষ্টি হতো।

আরও পড়ুন