কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক
স্বাস্থ্য অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ মো: মহিউদ্দিন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডাঃ ইমং চৌধুরী গতকাল মঙ্গলবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় তারা হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি সহ স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।